আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন যুগান্তর সম্পাদক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৯:৫০ পিএম
যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২৫ প্রদানের জন্য মনোনীত ব্যক্তিদের নাম চূড়ান্ত করা হয়েছে। সেখানে কবিতা বিভাগে মনোনীত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।
বৃহস্পতিবার (২৪ জুলাই) আনন্দ আলোর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম প্রকাশ হয়।
আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২৫ এর জন্য মনোনীত অন্যান্য ব্যক্তিরা হলেন- শিশুসাহিত্যে আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী (যৌথভাবে), উপন্যাসে সাদাত হোসাইন ও শানারেই দেবী শানু (যৌথভাবে), প্রবন্ধে মোহাম্মদ এজাজ ও মাহবুব আজীজ (যৌথভাবে), প্রথম বই শাখায় দিদারুল আলম।
গত ফেব্রুয়ারিতে একুশে বইমেলায় প্রকাশিত শ্রেষ্ঠ বইয়ের জন্য এই পুরস্কার ঘোষণা করা হলো। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত গুণী লেখদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার এর জন্ম ১৯৫৭ সালের ১ জানুয়ারি। কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
কবি আবদুল হাই শিকদার বাংলাদেশের একজন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি ১৯৫৭ সালের ১ জানুয়ারি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
কবি আবদুল হাই শিকদার জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচিত দু'বারের সভাপতি। ৪৪ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক ইনকিলাব, দৈনিক মিল্লাত, দৈনিক বাংলা, দৈনিক আমার দেশ, বিচিত্রা, সচিত্র স্বদেশ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস), মাসিক এখনসহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি একজন প্রথিতযশা কলামিস্ট হিসেবেও পরিচিত।
আবদুল হাই শিকদার সাংবাদিকতা ও সাহিত্যের ওপর পঞ্চাশের বেশি সম্মাননা পদক লাভ করেছেন। এসবের মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, চুরুলিয়া নজরুল একাডেমী পুরস্কার (ভারত), শহীদ জিয়া স্মৃতি পুরস্কার ইত্যাদি উল্লেখযোগ্য।
কবি আবদুল হাই শিকদারের প্রকাশিত গন্থগুলোর মধ্যে আশি লক্ষ ভোর, জাতীয় কবি ও শহীদ জিয়া, খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর, তারেক রহমান: অপেক্ষায় বাংলাদেশ ইত্যাদি অন্যতম।
আবদুল হাই শিকদার ২০২৫ সালের জানুয়ারিতে দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক হিসেবে যোগদান করেন।
