সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘কল অব ডিউটি’–এর সহনির্মাতা
আইটি ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভিডিও গেম জগতের এক কিংবদন্তি নির্মাতা ভিন্স জ্যাম্পেলা আর নেই। ৫৫ বছর বয়সে তিনি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। জ্যাম্পেলা ছিলেন ‘কল অব ডিউটি’ সিরিজের সহ-নির্মাতা এবং রেসপন এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা। ইলেকট্রনিক আর্টস (ইএ) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার (২১ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলেসের উত্তরে একটি পাহাড়ি সড়কে নিজের ফেরারি চালাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা খায় এবং গাড়িতে আগুন ধরে যায়। এতে গাড়ির চালক এবং একজন যাত্রী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও তদন্তাধীন।
ইএ জানিয়েছে, ভিন্সের মৃত্যু ভিডিও গেম শিল্পের জন্য বড় ক্ষতি। তার সৃজনশীলতা এবং দৃষ্টিভঙ্গি আধুনিক গেমিংকে নতুন রূপ দিয়েছে।
জ্যাম্পেলা ২০০২ সালে ইনফিনিটি ওয়ার্ড প্রতিষ্ঠা করেন এবং ২০০৩ সালে ‘কল অব ডিউটি’ বাজারে আসে। পরবর্তীতে বিতর্কের কারণে তিনি প্রতিষ্ঠান ছাড়েন এবং ২০১০ সালে রেসপন এন্টারটেইনমেন্ট গড়ে তোলেন, যা থেকে জন্ম নেয় ‘টাইটানফল’, ‘এপেক্স লেজেন্ডস’ ও ‘স্টার ওয়ার্স জেডাই’ সিরিজ। ২০১৭ সালে ইলেকট্রনিক আর্টস রেসপনকে অধিগ্রহণ করে এবং জ্যাম্পেলা ‘ব্যাটলফিল্ড’ ফ্র্যাঞ্চাইজিকে নতুনভাবে জনপ্রিয় করেন। চলতি বছর তার তৈরি ‘ব্যাটলফিল্ড ৬’ বিক্রিতে নতুন রেকর্ড করেছে।

