Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় শিক্ষক নেতার স্কুলে সব পরীক্ষার্থী ফেল

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:৫৮ পিএম

কুমিল্লায় শিক্ষক নেতার স্কুলে সব পরীক্ষার্থী ফেল

কুমিল্লায় শিক্ষক নেতার স্কুলে সব পরীক্ষার্থী ফেল করেছে। জেলার নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে।

বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পর থেকে জেলাজুড়ে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে।

স্কুলের প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন উপজেলার প্রধান শিক্ষকদের সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি শিক্ষকদের নেতৃত্ব দিতে গিয়ে স্কুলের ১২টা বাজিয়েছেন বলে সমালোচনা চলছে।

ওই স্কুলের অভিভাবক রফিকুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক উপজেলার বড় নেতা। তিনি সারা দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে ঘুরে বেড়ান। তার স্কুলের ফলাফল তাই এত খারাপ হয়েছে। এতে আমাদের ক্ষতি হয়েছে। তার তো কিছুই হয়নি। শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্টদের কাছে তদন্তপূর্বক এর বিচার দাবি করছি।

এদিকে ফলাফলের এমন খবর পেয়ে প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন মোবাইল ফোন বন্ধ করে দেন। অভিভাবক সাংবাদিকসহ এলাকার লোকজন স্কুলে গিয়ে তাকে খুঁজে পায়নি। 

তবে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন নয়ন বলেন, আমি ২০-২৫ দিন আগে সভাপতি হয়েছি। এখনো স্কুল নিয়ে কাজ করার সুযোগ পাইনি। স্কুলের খারাপ ফলাফল সম্পর্কে জেনেছি এবং চরমভাবে মর্মাহত হয়েছি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন বলেন, বোর্ডের ১ হাজার ৭৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের কেউ পাশ করেনি। আমরা এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষকদের সঙ্গে বসে এর কারণ অনুসন্ধান করব।

ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষার ফল ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম