Logo
Logo
×

অর্থনীতি

এনবিআরের সিবিএমএস ব্যবহার বাধ্যতামূলক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

এনবিআরের সিবিএমএস ব্যবহার বাধ্যতামূলক

ফাইল ছবি

দেশের বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে আগামী ১ জানুয়ারি থেকে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম ( সিবিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

এ বিষয়ে এনবিআর একটি পরিপত্র জারি করেছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় এনবিআর।

এনবিআর জানায়, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির জন্য প্রয়োজনীয় ইউিটলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যুর ক্ষেত্রে উক্ত তারিখ থেকে সম্পূর্ণভাবে সিবিএমএস ব্যবহারের মাধ্যমে সেবা গ্রহণ ও প্রদান করতে হবে। সিবিএমএস ছাড়া অন্য কোনও মাধ্যমে ইউপি ইস্যু সংক্রান্ত সেবা আর প্রদান করা হবে না।

গত ১ জানুয়ারি থেকে চালু হওয়া স্বয়ংক্রিয় সফটওয়্যার সিবিএমএসের ২৪টি মডিউল বর্তমানে তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে সীমিত পরিসরে ব্যবহার করা হচ্ছে। যদিও ইউপি মডিউল চালু রয়েছে, তবুও অধিকাংশ প্রতিষ্ঠান এখনও ম্যানুয়াল পদ্ধতিতে সেবা নিচ্ছে। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সফটওয়্যারটি উন্নয়ন ও সংশোধনের মাধ্যমে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে বলে এনবিআর জানিয়েছে।

এনবিআর জানায়, সিবিএমএস বাধ্যতামূলক হলে সেবা প্রদানের দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। প্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যয় সাশ্রয় হবে। কাঁচামালের ইন-পুট ও আউট-পুট তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হওয়ায় হিসাব-রক্ষণ সহজ হবে। পাশাপাশি দলিলপত্র ম্যানুয়ালি জমা দেওয়ার ঝামেলা কমবে এবং বন্ড সংক্রান্ত বিবাদের পরিমাণও হ্রাস পাবে।

রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত ও পূর্ণ অটোমেশনের লক্ষ্য অর্জনে এনবিআরের ডিজিটালাইজেশন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম