নরসিংদী লঞ্চ টার্মিনালের টয়লেটে শিশু ও কিশোরীর লাশ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদী পৌর শহরের লঞ্চ টার্মিনালের টয়লেট থেকে এক কিশোরী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারণা করছে, তাদের শ্বাসরোধ করে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে।
পুলিশ জানায়, লঞ্চ টার্মিনালের বাথরুমে দু’জনের লাশ পড়ে আছে এমন খবরে পুলিশ সেখানে যায়। বাথরুমে একটি শিশু ও এক কিশোরীর লাশ পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ঘটনাস্থল ঘুরে দেখেন।
রাত ৯টার দিকে পুলিশ সুপার মিরাজ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। লাশ গোপন করার উদ্দেশ্যে লঞ্চে লাশ এনে এখানে ফেলে রাখা হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের কয়েকটি টিম তদন্ত শুরু করেছে।
