Logo
Logo
×

২ যুগে যুগান্তর

বুধবার দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ অনুষ্ঠান সীতাকুণ্ডে

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ১০:৪৩ পিএম

বুধবার দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ অনুষ্ঠান সীতাকুণ্ডে

সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বেলা ১১টায় কেক কাটা, আলোচনা সভা ও বিকাল ৩টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে জাতীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সীতাকুণ্ড থানার ওসি, বার আউলিয়া হাইওয়ে থানার ওসি, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতা, সীতাকুণ্ড প্রেস ক্লাবের নেতা, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত থাকবেন।

দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ অনুষ্ঠানে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন দৈনিক যুগান্তরের সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক এসএম ফোরকান আবু।

চট্টগ্রাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম