Logo
Logo
×

২ যুগে যুগান্তর

কালোকে কালো বলার সাহস অনবদ্য

Icon

একিউএম বদরুদ্দোজা চৌধুরী

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪০ পিএম

কালোকে কালো বলার সাহস অনবদ্য

দেশের বহুল প্রচারিত সংবাদপত্র দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণে প্রতিষ্ঠানটির প্রকাশক, সম্পাদকসহ অন্য সবাইকে শুভেচ্ছা জানাই। বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম যুগান্তরের স্রষ্টা। পত্রিকাটির মধ্য দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আজীবন তিনি সচেষ্ট ছিলেন। কোনো লোভ-প্রলোভন যেমন নুরুল ইসলামকে আকৃষ্ট করতে পারেনি, তেমনি কোনো চাপও তাকে দমাতে পারেনি। 

নুরুল ইসলামের অবর্তমানেও যুগান্তর সেই কাজটিই করে যাচ্ছে। তার দেখানো পথে পত্রিকাটি মহান মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে ‘কালোকে কালো এবং সাদাকে সাদা’ বলার যে সাহস দেখিয়ে যাচ্ছে, তা এক কথায় অনবদ্য এবং প্রশংসনীয়। আমি যুগান্তর এবং যুগান্তর পরিবারের মঙ্গল ও সাফল্য কামনা করছি।

সাবেক রাষ্ট্রপতি ও প্রেসিডেন্ট, বিকল্পধারা বাংলাদেশ

বদরুদ্দোজা যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম