Logo
Logo
×

২ যুগে যুগান্তর

ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতার প্রতীক

Icon

গোলাম মোহাম্মদ কাদের

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৮ পিএম

ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতার প্রতীক

১ ফেব্রুয়ারি দেশের জনপ্রিয় গণমাধ্যম দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী। ২৪তম বর্ষে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে দৈনিক যুগান্তরের প্রকাশক, সম্পাদক, সাংবাদিকসহ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

দৈনিক যুগান্তর ইতোমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দৃষ্টান্ত স্থাপন করেছে। পাঠকের প্রত্যাশা পূরণ করে দৈনিক যুগান্তর নন্দিত গণমাধ্যমে পরিণত হয়েছে। দৈনিক যুগান্তর এখন গণমানুষের মুখপত্র। অন্যায়, অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা অনন্য করেছে দৈনিক যুগন্তারকে। ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতার প্রতীক দৈনিক যুগান্তর। স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে আর দশটি গণমাধ্যম থেকে নিজেকে আলাদা করতে সমর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। ডেইলি ইভেন্ট, অনুসন্ধানী প্রতিবেদন, বিশ্লেষণধর্মী প্রতিবেদন, ফিচার, খেলা, সংস্কৃতি আর বিষয়ভিত্তিক পাতা সম্পাদনায় দারুণ নৈপুণ্য দেখিয়ে আসছে যুগান্তর। আর বিশিষ্টজনদের নিবন্ধগুলো সুধী সমাজে সমাদৃত হচ্ছে।

আশা করি, দেশের সুশাসন সুসংহত করতে দৈনিক যুগান্তর ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করতে সমর্থ হবে। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যুগান্তরের ভূমিকা অম্লান থাকবে। দৈনিক যুগান্তরের দৃপ্ত পথচলা আরও উজ্জ্বল হোক।

গোলাম মোহাম্মদ কাদের এমপি

চেয়ারম্যান, জাতীয় পার্টি এবং বিরোধীদলীয় উপনেতা, জাতীয় সংসদ

যুগান্তর জি এম কাদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম