Logo
Logo
×

২ যুগে যুগান্তর

প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বাধীনতার পক্ষে

Icon

ড. মো. আব্দুর রাজ্জাক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪০ পিএম

প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বাধীনতার পক্ষে

দেশের অন্যতম বহুলপ্রচারিত ‘দৈনিক যুগান্তর’ পত্রিকা ১ ফেব্রুয়ারি ২৪ বছরে পদার্পণ করছে। যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদক, প্রকাশকসহ সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিষ্ঠালগ্ন থেকেই পত্রিকাটি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। 

বিভিন্ন বিষয়ে প্রতিবেদন প্রকাশ ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে এ দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিকসহ সব ক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া কৃষির উন্নয়ন, সাফল্য, সমস্যা ও সম্ভাবনাকেও সুনিপুণভাবে প্রতিনিয়ত তুলে ধরছে। যার ফলে পত্রিকাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। আমার বিশ্বাস, দেশের অন্যতম শীর্ষস্থানীয় ‘দৈনিক যুগান্তর’ অতীতের মতোই আগামী দিনেও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সব ক্ষেত্রে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রাখবে। আমি যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

ড. মো. আব্দুর রাজ্জাক

মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়

প্রতিষ্ঠাবার্ষিকী যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম