সত্য প্রকাশে কখনো পিছপা হয়নি
ড. খন্দকার মোশাররফ হোসেন
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাঠকনন্দিত জাতীয় দৈনিক যুগান্তর দুই যুগে পদার্পণ করেছে জেনে আমি খুবই আনন্দিত। আজকের এই দিনে পত্রিকাটির স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সাংবাদিক ও সংবাদমাধ্যমকে বলা হয়ে থাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদপত্র সমাজের দর্পণ।
অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অব্যক্ত বেদনার কথা, শোষিতদের বঞ্চনা ও আগ্রাসী ভূমিকার চিত্র-একজন সাংবাদিকের ক্ষুরধার লেখনীতে আদ্যোপান্ত সংবাদপত্রের পাতায় উঠে আসে। প্রতিষ্ঠার পর থেকে যুগান্তর সেই কাজটিই করে যাচ্ছে। সারা দুনিয়ায় সংবাদকর্মীরা মারাত্মক ঝুঁকি নিয়ে কাজ করছে।
রাজনৈতিক টানাপোড়েনে বাংলাদেশে সাংবাদিকরা আরও বেশি জীবনের ঝুঁকিতে রয়েছে। আমি আশা করি, সামনের দিনগুলোতেও পত্রিকাটি গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষাসহ দেশ ও জাতির প্রত্যাশা পূরণে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে। শুভদিনে আমি পত্রিকার প্রকাশক, সম্পাদক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
ড. খন্দকার মোশাররফ হোসেন
সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি
