Logo
Logo
×

২ যুগে যুগান্তর

আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৮ পিএম

আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালের আগৈলঝাড়ায় দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে র্যা লি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যা লি শেষে আলোচনা সভা হয়।

উপজেলা পরিষদ হল রুমে যুগান্তরের আগৈলঝাড়া প্রতিনিধি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আগৈলঝাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তপন বসুর সঞ্চালনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, আগৈলঝাড়া প্রেস ক্লাব সভাপতি সরদার হারুন রানা। আরও বক্তব্য রাখেন- সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন, এসআই আলী হোসেন।

আলোচনা সভায় প্রেস ক্লাবের সব সদস্য ছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কেক কাটেন।

বরিশাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম