গফরগাঁওয়ে দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে অনুষ্ঠান
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকার গৌরবময় দুই যুগে পদার্পণ উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে বুধবার দুপুরে শোভাযাত্রা, সুধী সমাবেশ ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
দৈনিক যুগান্তরের গফরগাঁও প্রতিনিধি শফিউল আলম মারুফের সঞ্চালনায় দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ গফরগাঁও উপজেলা শাখার সহসভাপতি মাহমুদুল হক মাসুদের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।
এছাড়াও সুধী সমাবেশে বক্তব্য রাখেন স্বজন সমাবেশের গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংবাদিক আতাউর রহমান মিন্টু, রোবেল মাহমুদ, মানছুর আহম্মেদ, মোফাজ্জল আনছারী, আজহারুল হক, স্বজন সমাবেশ, গফরগাঁও উপজেলা শাখার উপদেষ্টা আমিনুল সরকার সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান বুলবুল, আতিকুর রহমান লিমন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
