Logo
Logo
×

২ যুগে যুগান্তর

অভয়নগরে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪১ পিএম

অভয়নগরে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যশোরের অভয়নগরে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। স্বজন সমাবেশের আয়োজনে বুধবার বিকালে নওয়াপাড়া প্রেস ক্লাব অডিটোরিয়ামে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের পর কেক কাটা হয়। 

সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক এসএম ফারুক আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা প্রতিনিধি তারিম আহমেদ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি এসআই মো. রিয়াজ হোসেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমেদ। 

এ সময় উপস্থিত ছিলেন- নওয়াপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা সুনীল কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি এসএম মুজিবর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সহ-সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহ-সভাপতি গাজী রেজাউল করিম।

আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য জাকির হোসেন হৃদয়, স্বজন বিএম আবদুস সালাম, মোফ্ফাজ্জল হোসেন, এসএম রেজাউল ইসলাম, হৃদয় মল্লিক, আবদুল্লাহ আল মামুন, মো. শাওন, নওয়াপাড়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য ডিআর আনিস, রকিবুল ইসলাম রুবেল, তাওহিদ হাসান উসামা, গাজী আবুল হোসেন, রাজয় রাব্বি, মো. কামাল হোসেন, শফিকুল ইসলাম পিকুল প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী। শেষে যুগান্তর দুই যুগে পদার্পণ করায় অতিথিরা কেক কাটেন।  

অভয়নগর বর্ণাঢ্য আয়োজন যুগান্তর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম