Logo
Logo
×

২ যুগে যুগান্তর

ছাগলনাইয়ায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

Icon

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৪ পিএম

ছাগলনাইয়ায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

ফেনীর ছাগলনাইয়ায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। যুগান্তরের ২৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে বুধবার বিকালে শহরের ডাকবাংলোয় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাগলনাইয়া প্রতিনিধি নুরুজ্জামান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এম মোস্তফা, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংবাদিক শেখ কামাল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল  ইসলাম, পরিদর্শক (তদন্ত) কাজী মো. রফিক আহামেদ, মৌলভী সামছুল করিম কলেজের সহকারী অধ্যাপক আবদুল জলিল ভুঁঞা, মহামায়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাজাহান মিনু, রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, ঘোপাল ইউপি চেয়ারম্যান মো. সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম আফছার।

আরও উপস্থি ছিলেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবদুল বাকী চৌধুরী শিমুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার আবুল কালাম, প্যানেল মেয়র কাজী নুর আলম, সাবেক কাউন্সিলর নুরুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ফরিদ উদ্দিন পাটোয়ারী, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পাটোয়ারী প্রমুখ। 

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আতা উল্যাহ সিফাত।

ছাগলনাই যুগান্তর প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম