Logo
Logo
×

২ যুগে যুগান্তর

বাঁশখালীতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৫ পিএম

বাঁশখালীতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চট্টগ্রামের বাঁশখালীতে কেক কেটে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।  বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

যুগান্তরের উপজেলা প্রতিনিধি আবু বক্কর বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সাইদুজ্জামান চৌধুরী।  তিনি যুগান্তর পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা এবং বস্তুনিষ্ঠ সংবাদের ভূয়সী প্রশংসা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন- বৈলছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কফিল উদ্দীন, বাঁশখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ হামিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, সাবেক সভাপতি মুহিব্বুল্লাহ ছানুবী, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংবাদিক আবদুল মতলব কালু, সাংবাদিক আবদুল জব্বার, সাংবাদিক মিজান বিন তাহের, সাংবাদিক সৈকত আচার্য, সাংবাদিক রিয়াদুল ইসলাম, সাংবাদিক বেলাল উদ্দীন, সাংবাদিক তাফহীমুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁশখালী স্বজন সমাবেশের সভাপতি জিয়াউল হক জিয়া। পরে উপজেলা প্রেস ক্লাবে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

চট্টগ্রাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম