বামনায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বামনা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে বরগুনার বামনা উপজেলা সদর হাসপাতাল রোডে অবস্থিত কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে স্বজন সমাবেশ।
বুধবার বেলা ১১টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোসা. জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা, দৈনিক যুগান্তরের বামনা উপজেলা প্রতিনিধি এবং বামনা প্রেস ক্লাব সভাপতি মো. নেছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সাগরকূলের বার্তা সম্পাদক মো. নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মুআফী মুত্বী খান বুশরা, ক্রীড়া সম্পাদক ওয়াফী সাদাতি খান বানী, ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) শিশু সাংবাদিক শাহ মুহাম্মদ শাফি উদ্দিন প্রমুখ।
