সীতাকুণ্ডে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের সীতাকুণ্ডে দৈনিক যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন উদযাপন করা হয়েছে। বুধবার আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
সীতাকুণ্ড উপজেলা প্রাঙ্গণে সকাল ১০টা থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়। শুরুতে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন।
শেষে সীতাকুণ্ড উপজেলা অডিটোরিয়াম কক্ষে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দীন রাশেদ, বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন মো. জাহাঙ্গীর, সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নূরুল আলম দুলাল, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ভাটিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, হযরত পীর বারআউলিয়া (র:) ওয়াকফ এস্টেটের মতোয়াল্লী এসএম মাকসুদুর আলম।
আলোচনা সভায় অংশ নেন দৈনিক খোলা কাগজের সীতাকুণ্ড প্রতিনিধি হাকিম মোল্লা, দৈনিক সুপ্রভাতের সীতাকুণ্ড প্রতিনিধি নাসির উদ্দীন অনিক, দৈনিক পূর্ব দেশের সীতাকুণ্ড প্রতিনিধি জাহেদুল আনোয়ার চৌধুরী, একুশের বানী সীতাকুণ্ড প্রতিনিধি বাবলা মিয়া সীতাকুণ্ড থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির মেম্বার মো. ইসমাইল, পোর্ট সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ঈসা কামাল।
দিনব্যাপী অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু।
