দুর্নীতি প্রতিরোধে সহযোগিতা করছে
আনিসুল হক, এমপি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের অন্যতম প্রধান জাতীয় দৈনিক ‘যুগান্তর’ ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সব পর্যায়ের সাংবাদিকসহ মুদ্রণ ও প্রকাশনা কাজে নিয়োজিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাশাপাশি যুগান্তরের পাঠক ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা জানাই।
যুগান্তর তার দীর্ঘ চলার পথে বহু গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বাস্তবচিত্র তুলে ধরে সামাজিক পরিবর্তন আনার ব্যাপারে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধে সরকারের কাজে সহযোগিতা করেছে।
আশা করি যুগান্তর আগামীতেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে পেশাদারিত্বের মাধ্যমে সংবাদ পরিবেশন করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের গর্বিত অংশীদার হিসাবে কাজ করবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশ গড়ার পথচলায় সব সময় পাশে থাকবে যুগান্তর।
আমি যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করি। সেই সঙ্গে যুগান্তর পরিবারের মালিক, সম্পাদক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করি।
যুগ যুগ ধরে লক্ষ-কোটি মানুষের হৃদয়ের গভীরে বেঁচে থাকুক যুগান্তর।
আনিসুল হক, এমপি
