বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে দোয়া-আলোচনাসভা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশসেরা গণমাধ্যম দৈনিক যুগান্তর পত্রিকার দুই যুগপূর্তি উপলক্ষ্যে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদআসর দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম খানের উদ্যোগে এবং সভাপতিত্বে উপজেলার বালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মরাবন খান পল্লীতে এ দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও আমতা ইউপি চেয়ারম্যান মো. আরিফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহির খান স্মৃতি সংসদের চেয়ারম্যান ও ধামরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. ইমরান খান মনির। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষানুরাগী মোহাম্মদ সামিউল ইসলাম খান সোহান।
এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আব্দুল গণি সুমন, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের ধামরাই প্রতিনিধি মেহেদী ইমামজান কায়সার, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, সহসভাপতি আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. দেওয়ান মো. ফজলুর রহমান সবুজ, রঞ্জিত কুমার পাল, প্রকাশনা সম্পাদক মো. সোহেল রানা, মো. সাইফুল ইসলাম, কাজী মিজানুর রহমান মিজান ও রওনকজান কথা প্রমুখ।
