Logo
Logo
×

২ যুগে যুগান্তর

দুই যুগে যুগান্তর: বাগাতিপাড়ায় কেক কেটে উদযাপন, আলোচনা সভা

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৮ পিএম

দুই যুগে যুগান্তর: বাগাতিপাড়ায় কেক কেটে উদযাপন, আলোচনা সভা

নাটোরের বাগাতিপাড়ায় কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণকে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের বড়াল সম্মেলন কক্ষে প্রধান অতিথি থেকে কেক কাটেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার সরকার অসীম কুমার।

উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। যুগান্তরের নাটোর প্রতিনিধি শহিদুল হক সরকারের সভাপতিত্বে ও বাগাতিপাড়া প্রতিনিধি মঞ্জুরুল আলম মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বাগাতিপাড়া পৌরসভার মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, কৃষি অফিসার ভবসিন্দু রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা রেজাউন্নবী রেনু, সাংস্কৃতিক কর্মী আরশাদ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন, বাগাতিপাড়া প্রেস ক্লাবের সভাপতি আল আফতাব খান সুইট, স্বজন সমাবেশের সভাপতি মামুনূর রশীদ মাহাতাব, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল প্রমুখ।

অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা এবং ভাষা শহিদ ও মহান মুক্তিযুদ্ধে সব শহিদদের স্মরণে এক মিনিটি নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, ইমাম, এনজিওকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

নাটোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম