অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ের জন্য যুগান্তর স্বনামধন্য
মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
২৪ বছরে পদার্পণ করল আমাদের প্রিয় ‘যুগান্তর’। এই মহতী দিনে আমি যুগান্তর-এর শ্রদ্ধাভাজন প্রকাশক সালমা ইসলাম এমপি, নিবেদিত প্রাণ সম্পাদক সাইফুল আলম ও সব সাংবাদিক ভাইবোন এবং কর্মকর্তা-কর্মচারী ভাইবোনদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের শুভেচ্ছা পেতেই থাকবে, যেমনটি পেয়ে আসছে। যুগান্তরে কর্মরত সাংবাদিকরা এবং সহায়ক-সদস্যদের ২৩ বছরের নিরলস আন্তরিক চেষ্টার কারণে পাঠক সম্প্রদায়ের কাছে যুগান্তর একটি সুপরিচিত ও আস্থাভাজন নাম।
অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ের জন্য যুগান্তর স্বনামধন্য। বাংলাদেশের মিডিয়া প্রায় সময়েই কোনো না কোনো প্রকারের ক্রাইসিস মোকাবিলা করেই নিজেদের অস্তিত্ব রক্ষা করে আসছে। যুগান্তর এর ব্যতিক্রম নয়। কিন্তু এরূপ কঠিন প্রেক্ষাপটেও যুগান্তর জনমানুষের স্বার্থের সঙ্গে আপস করেনি। আজকের এই ঐতিহাসিক দিনে আমি অবশ্যই সশ্রদ্ধ মনে স্মরণ করছি যুগান্তরের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম-এর নাম ও স্মৃতি।
দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের কারণে প্রতিষ্ঠাকালেই যুগান্তর নিয়ে অনেক চিন্তায় ও পরামর্শে শরিক ছিলাম। একজন কলাম লেখক হিসাবে দীর্ঘদিন যুগান্তরের পাঠককুলের সঙ্গে সম্পৃক্ত। অতএব এই বিশেষ দিনে যুগান্তরের প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা পুনরুল্লেখ করছি। যুগান্তরের আগামী দিনগুলো স্বর্ণোজ্জ্বল হোক।
মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
চেয়ারম্যান, বাংলাদেশ কল্যাণ পার্টি
