যুগান্তর কাজের মান ধরে রাখতে পেরেছে: পূর্ণিমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
কাজের ক্ষেত্রের পাশাপাশি এখন প্রচারমাধ্যমও বেড়েছে। সঙ্গে বেড়েছে গণমাধ্যমের সংখ্যাও। কিন্ত মান ধরে রাখতে পারছে কটি প্রতিষ্ঠান? যুগান্তর সেটা সাফল্যের সঙ্গে করছে।
কাজের ক্ষেত্রে চলতি পথে সব সময় যুগান্তরের সহযোগিতা পেয়েছি। যেতে যেতে দুই যুগে পা দিল পত্রিকাটি। আরও অনেকদূর এগিয়ে যাক যুগান্তর। সব সময় সুস্থ ধারার বিনোদন প্রচারের মুখপত্র হয়ে থাকবে যুগান্তরের বিনোদন বিভাগ।
দুই যুগ পদার্পণ উপলক্ষ্যে আশা করব যুগান্তর যেন আগামীতেও আমাদের চলচ্চিত্রের পাশে থাকে। পাশাপাশি পথপরিক্রমার দীর্ঘ এ পথচলায় এতগুলো বছর পেরিয়ে আসায় শুভকামনা থাকল যুগান্তর পরিবারের জন্য।
-দিলারা হানিফ পূর্ণিমা, অভিনেত্রী
