বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দৃষ্টান্ত স্থাপন করেছে
ইকবাল হাসান মাহমুদ টুকু
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পহেলা ফেব্রুয়ারি দেশের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী। ২৪ বছরে পদার্পণের এই শুভক্ষণে দৈনিক যুগান্তরের প্রকাশক, সম্পাদক, সাংবাদিকসহ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দৈনিক যুগান্তর ইতোমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দৃষ্টান্ত স্থাপন করেছে।
পাঠকনন্দিত দৈনিক যুগান্তর গণমানুষের মুখপত্রে পরিণত হয়েছে। অন্যায়, অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা অনন্য করেছে দৈনিক যুগান্তরকে।
আশা করছি, দেশের গণতন্ত্র, উন্নয়ন, সুশাসন ও মানবাধিকার সুসংহত করতে দৈনিক যুগান্তর ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করতে সমর্থ হবে। বাংলাদেশে গণমানুষের পক্ষে ভূমিকা পালন করবে। দেশের বর্তমান সংকটময় সময়ে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পত্রিকাটি একদিকে যেমন নিজস্ব অভিরুচিকে ধরে রেখেছে, অন্যদিকে তেমনি নানা মত ও পথের সম্মিলন ঘটাচ্ছে। এর ফলে পত্রিকাটি পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।
যুগান্তর যুগ যুগ পার করে শতবর্ষে পৌঁছাবে-এই প্রত্যাশা রইল। আমি যুগান্তরের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করি।
ইকবাল হাসান মাহমুদ টুকু
সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি
