কমলনগরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
কমলনগরে দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ ও ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকালে কমলনগর প্রেস ক্লাব হলরুমে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
এর আগে র্যালি করা হয়। র্যালিটি হাজিরহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
যুগান্তরের কমলনগর উপজেলা প্রতিনিধি শাহরিয়ার কামালের সঞ্চালনায় ও প্রেস ক্লাবের সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক নতুন চাঁদ পত্রিকার সম্পাদক-প্রকাশক হোসাইন আহমেদ হেলাল।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ সাইফুল আলম, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, চরফলকন ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাঘা, সাবেক চেয়ারম্যান হাজী হারুনুর রশীদ, জাতীয় পার্টির উপজেলা সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাসার, বিকল্পধারার সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা মো. গিয়াস উদ্দিন, হাজিরহাট বাজার কমিটির সভাপতি মো. কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির মাহমুদূর রহমান বেলায়েত, সুজন উপজেলা সভাপতি মিজানুর রহমান মানিক, সাধারণ সম্পাদক বেলাল হোসেন জুয়েল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহ, কৃষক লীগের সাবেক সভাপতি ডাক্তার হারুনুর রশীদ, এনজিও ফোরামের সেক্রেটারি হারুন অর রশিদ, কমলনগর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের আলো প্রতিনিধি মোখলেছুর রহমান ধনু, সহ-সভাপতি ও মানবকণ্ঠ প্রতিনিধি আমানত উল্যাহ, নির্বাহী সদস্য ও বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি এ এহসান রিয়াজ প্রমুখ।
অনুষ্ঠান শেষে মোনাজাতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নূরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করা হয়।
