গণমাধ্যম হিসাবে যুগান্তর দেশের প্রথম শ্রেণির
মেহজাবিন চৌধুরী
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দৈনিক যুগান্তর প্রতিষ্ঠার দুই যুগে পা রেখেছে এ বছর। প্রতিষ্ঠাবার্ষিকীর এ শুভ লগ্নে যুগান্তরকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। জানিয়েছেন যুগান্তরের প্রতি তাদের ভালোলাগা ও ভালোবাসার কথা। এর তৃতীয় পর্ব প্রকাশ হলো আজ।
আমরা যারা শোবিজে কাজ করি তাদের জন্য গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখন হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপকতা বেড়েছে। কিন্তু সেটা ব্যক্তি প্রচারের ক্ষেত্রে বেশি কাজ করে। কাউকে যদি স্বীকৃতি দিতে হয়ে সেটির জন্য অবশ্যই কোনো প্রতিষ্ঠান লাগে। আর সেটি যদি হয় গণমাধ্যমের, তাহলে তার গুরুত্ব অনেক বেড়ে যায়। তাই বলা যায়, গণমাধ্যম শোবিজ পরিবারেরই একটি অংশ। গণমাধ্যম হিসাবে যুগান্তর দেশের প্রথম শ্রেণির।
এ যুগান্তরকে আমি ক্যারিয়ারের শুরু থেকেই দেখছি। পত্রিকাটির বিনোদন বিভাগের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। সব সময় যুগান্তর আমার খবর নেয়ার চেষ্টা করেছে। আমার কাজের আপডেটও প্রকাশ করার চেষ্টা করেছে। পত্রিকাটি ২৪ বছরে পা রেখেছে। জন্মদিনে যুগান্তর পরিবারকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। শুধু দুই যুগ নয়, যুগ যুগ ধরে মানুষের কথা বলে যাক যুগান্তর এটিই প্রত্যাশা করি।
-মেহজাবিন চৌধুরী অভিনেত্রী
