সত্যকে তুলে ধরতে আপসহীন
অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের শীর্ষস্থানীয় ‘দৈনিক যুগান্তর’ ২৪ বছরে পদার্পণ করায় প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। এ শুভক্ষণে পত্রিকাটির প্রকাশক, সম্পাদক, সাংবাদিকসহ ব্যবস্থাপনার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যুগান্তর বাংলাদেশের পাঠকের কাছে অত্যন্ত প্রিয় একটি পত্রিকা।
এর অন্যতম কারণ, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যুগান্তর সব সময় বস্তুনিষ্ঠতা বজায় রাখতে চেষ্টা করে। একই সঙ্গে সত্যকে তুলে ধরতে একটা আপসহীন অবস্থান আছে যুগান্তরের। সত্য প্রকাশের ক্ষেত্রে দল, মত ও মতাদর্শিক বিশ্বাস প্রাধান্য পায় না।
এ কারণে দুই যুগে এসেও জনপ্রিয়তা ধরে রেখেছে। পাঠকপ্রিয় যুগান্তরের জন্মদিনে প্রত্যাশা করি, জনগণের নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকারের যে প্রত্যাশা, সেটা যুগান্তর সংবাদ পরিবেশনের মাধ্যমে অতীতের মতোই সাহসী ভূমিকা পালন করবে। বিদ্যমান পরিস্থিতিতে দৈনিক যুগান্তর অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য কাজ করবে। যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটিতে কর্মরত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং পত্রিকাটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
