টঙ্গীবাড়ীতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
jugantor
টঙ্গীবাড়ীতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি  

০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৮:১২  |  অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ ও ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় টঙ্গীবাড়ী প্রেস ক্লাব মিলনায়তনে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে যুগান্তর টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. রাজিব খাঁন।

বিশেষ অতিথি ছিলেন সোনারং-টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এবাদুল হাসান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মাসুম, সাংবাদিক আপন সরদার প্রমুখ ।

অনুষ্ঠান শেষে মোনাজাতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করা হয়।

টঙ্গীবাড়ীতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৮ পিএম  |  অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ ও ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় টঙ্গীবাড়ী প্রেস ক্লাব মিলনায়তনে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। 

টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে যুগান্তর টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. রাজিব খাঁন। 

বিশেষ অতিথি ছিলেন সোনারং-টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন- টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এবাদুল হাসান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মাসুম, সাংবাদিক আপন সরদার প্রমুখ । 

অনুষ্ঠান শেষে মোনাজাতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করা হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : দুই যুগে যুগান্তর

আরও খবর