সব শ্রেণিপেশার মানুষের আস্থার প্রতীক
জহির উদ্দিন স্বপন
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের অন্যতম প্রধান জনপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তর ২৪ বছরে পদার্পণ করছে। দীর্ঘ ২৩ বছর অতিক্রমণকালে নানা চড়াই-উতরাই পেরিয়ে পেশাদার সাংবাদিক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টায় যুগান্তর বাংলাদেশসহ সমগ্র বিশ্বের বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে আস্থা ও ভালোবাসার মিশেলে মুক্তচিন্তার উন্মেষে গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সব সাংবাদিক বন্ধু এবং যাদের ঐকান্তিক প্রচেষ্টায় পত্রিকাটির স্বাধীন ও মুক্তচিন্তার সাহসী অগ্রযাত্রা পাঠকদের আজও বহমান তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি যুগান্তরের সব পাঠক ও শুভানুধ্যায়ীকে। যাদের নির্ভেজাল ভালোবাসা, বিশ্বাস ও সমর্থনের ফলেই যুগান্তর আজ সব শ্রেণিপেশার মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
বাংলাদেশের অন্যতম এই পাঠকপ্রিয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রত্যাশা করি, বাংলাদেশের মানুষের সর্বজনীন মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনকে গণআন্দোলনে রূপান্তরে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধকরণে শক্তিশালী জনমত গঠনে সাংবাদিকতার সর্বাত্মক পেশাদারী নীতি বাস্তবায়নে সাহসী ভূমিকা পালন করবে। প্রত্যাশা করি আগামী দিনে অধিকতর নিরপেক্ষ ও পেশাদারী সাংবাদিকতা চর্চার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের গণমানুষের মুখপত্রে পরিণত হোক দৈনিক যুগান্তর।
