পাহাড়তলীতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পাহাড়তলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন কর্নেল স্কয়ার কমিউনিটি সেন্টার পাহাড়তলী প্রতিনিধি ও স্বজন সমাবেশের উদ্যোগে দৈনিক যুগান্তরের দুই যুগ পূর্তি উদযাপন হয়েছে।
শনিবার বিকাল তিনটায় অ্যাডভোকেট মিজানের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. সোলায়মান আলম শেঠ।
বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জহুর আলম জসিম, কাউন্সিলর ৯নং ওয়ার্ড, প্রফেসর ড. মো. নিছার আহমেদ মঞ্জু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান আলম শেঠ বলেন, যমুনা গ্রুপ বিদেশে টাকা পাচার করে না, দেশে শিল্প কারখানা গড়ে তুলে বেকারত্ব দূরীকরণের কাজ করেছে। দেশের সকল শিল্প কারখানার মালিক যমুনা গ্রুপকে আইকন হিসেবে নিতে পারে।
কাউন্সিলর জহুরুল আলম জসিম বলেন, যুগান্তর সব সময় দেশ জাতি ও সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কথা লেখে তাই বেশ পছন্দ করি।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ শেষে দৈনিক যুগান্তরের সম্পাদক প্রকাশক দেশ ও জাতির জন্য দোয়া মোনাজাত করেন হাফেজ মোহাম্মদ ইলিয়াস।
