দুই যুগে যুগান্তর, মাদারীপুরে আলোচনা সভা
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে মাদারীপুরে আলোচনা সভা হয়েছে। এছাড়া কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মাদারীপুর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়, সাংবাদিক কল্যাণ সমিতির সম্মেলন কক্ষে কেক কাটেন মাদারীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন ইয়াদ।
যুগান্তরের মাদারীপুর জেলা প্রতিনিধি গোলাম মাওলা আকন্দের সভাপতিত্বে এবং সাংবাদিক রাশেদ কামালের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকার আবুজর গিফারী কলেজের অধ্যক্ষ মো. বশির আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক সুবল বিশ্বাস, বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক আবুল হাসান সোহেল, সাংবাদিক সংগঠন মৈত্রি মিডিয়ার সাধারণ সম্পাদক মো. আরাফাত হাসান, সাংবাদিক কল্যাণ সমিতি ও মাদারীপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বেলাল রিজভী, প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক রিপন চন্দ্র মল্লিক, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদ খান, দপ্তর সম্পাদক নাজমুল হক প্রমুখ।
