Logo
Logo
×

২ যুগে যুগান্তর

বস্তুনিষ্ট সংবাদে যুগান্তর মানুষের মনে জায়গা করে নিয়েছে

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৯ পিএম

বস্তুনিষ্ট সংবাদে যুগান্তর মানুষের মনে জায়গা করে নিয়েছে

সারা দেশে তিনশর বেশি দৈনিক পত্রিকা রয়েছে। সেখানে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের কারণে যুগান্তর দেশের সর্বস্তরের মানুষের মনে জায়গা করে নিয়েছে। 
যুগান্তরের পাতায় পাতায় রাজনৈতিক, অর্থনীতি, সমাজনীতি, স্বাস্থ্যসহ সব বিষয় প্রকাশ করে থাকে। বিশেষ করে দুর্নীতি ও অনুসন্ধানী প্রতিবেদন গুরত্বসহকারে প্রকাশ করা হয়। যা সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। যুগান্তরকে এ পর্যায়ে আসতে অনেক স্বচ্ছতা ও দায়িত্বতাশীলতার সঙ্গে কাজ করতে হয়েছে।

যুগান্তর দুই যুগে পদার্পন উপলক্ষে টাঙ্গাইলে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিলো দেশে সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন প্রতিষ্ঠায় যুগান্তরেও ভূমিকা রয়েছে। যুগান্তর বাংলাদেশের অন্যতম প্রতিকায় রূপান্তরিত হয়েছে। যুগান্তরের আরও সফলতা কামনা করেন বক্তারা।

যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে টাঙ্গাইল প্রেস ক্লাবে বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।

যুগান্তরের স্টাফ রিপোর্টার ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

শেষে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা।

এর আগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। যুগান্তরের স্টাফ রিপোর্টার জাফর আহমেদকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার ফুল ও কেক উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া র্যা ব কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ফুলেল শুভেচ্ছা জানান।

টাঙ্গাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম