Logo
Logo
×

২ যুগে যুগান্তর

ঘাটাইলে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৪ পিএম

ঘাটাইলে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঘাটাইলে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘাটাইলের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন হয়। এর আগে ঘাটাইলের প্রধান সড়কে একটি আনন্দ র্যা লি বের করা হয়।

যুগান্তরের ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট লেখক সাংবাদিক জুলফিকার হায়দার, অধ্যাপক অধীর চন্দ্র সাহা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক খলিলুর রহমান তালুকদার, আওয়ামী লীগ নেতা মিন্টু, ঘাটাইল সরকারি কলেজের প্রভাষক বজলুল কাদির রতন, যুবলীগ সভাপতি সুলতান মাহমুদ সুজন, স্বজন সমাবেশের সভাপতি কবি নজরুল ইসলাম চান প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রবিউল আলম বাদল, যুগান্তর পত্রিকার প্রতিনিধি খান ফজলুর রহমানের সহধর্মিণী পাপড়ি খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা বলেন, যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম একজন ভালো মানুষ ছিলেন। তিনি শুধু যুগান্তর পত্রিকা নয় অর্ধশত শিল্প প্রতিষ্ঠান করে দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন মানুষের কল্যাণে কাজ করেছেন। যুগান্তর পত্রিকাটি আজ পাঠকের কাছে জনপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের শীর্ষ সংবাদপত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।

আলোচনা সভা শেষে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে যুগন্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

এ সময় সুধীজনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম