Logo
Logo
×

২ যুগে যুগান্তর

ভূঞাপুরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৬ পিএম

ভূঞাপুরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

রোববার বিকেলে ভূঞাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যুগান্তর স্বজন সমাবেশ কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বজন সমাবেশের সভাপতি আখতার হোসেন খানের সভাপতিত্বে এবং স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক ও ভারই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, ওসি (তদন্ত) লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. হুমায়ূন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ভূঞাপুর প্রেস ক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খান, স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তরের ভূঞাপুর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভারই উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি আব্দুল খালেক মিঞাসহ ভূঞাপুর প্রেস ক্লাবের সংবাদকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগান্তর আরও অনেকদূর এগিয়ে যাবে। দৈনিক যুগান্তর সব শ্রেণি-পেশার মানুষের মুখপত্র হিসবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বস্তুনিষ্ঠতা বজায় রেখে যুগান্তর ক্ষুরধার লেখনি অব্যাহত রেখেছে। যুগান্তর পাঠকপ্রিয় পত্রিকা হিসেবে সমাদৃত হয়েছে।

যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের আত্মার মাগফিরাত, দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতী শহীদুল ইসলাম ভূঞাপুরী। আলোচনা সভা ও মোনাজাত শেষে অতিথিরা কেক কেটে উৎসব করেন।

টাঙ্গাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম