পলাশে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর পলাশে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার সন্ধ্যায় পলাশ উপজেলা প্রেস ক্লাবে দৈনিক যুগান্তরের পলাশ প্রতিনিধি মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
বক্তব্য রাখেন- ঘোড়াশাল পৌরসভার মেয়র মো. আল-মুজাহিদ হোসেন তুষার, সাবেক পৌর মেয়র মো. শরীফুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এসএম শফি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশাদউল্লা মনা, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল সিএনজি পাম্পের মালিক মো. নাজমুল হক, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস, বিশিষ্ট ব্যবসায়ী মাকসুদুর রহমান, এসএম মান্নান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি আক্তারুজ্জামান, মানবকন্ঠের হাজী জাহিদ হোসেন, দৈনিক আমাদের অর্থনীতির মো. মাহবুব সৈয়দ, দৈনিক মানবজমিনের সারোয়ার রুবেল, নরসিংদীর কণ্ঠের সাব্বির হোসেন, দৈনিক বাংলাভূমির মো. বিল্লাল হোসেন, নরসিংদীর সময়ের কণ্ঠের মঞ্জুর হোসেন খান ও আজিজুল হক প্রমুখ।
