Logo
Logo
×

২ যুগে যুগান্তর

গণমাধ্যম হিসাবে যুগান্তরের অনেক সুনাম রয়েছে

Icon

তারিক আনাম খান

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৬ পিএম

গণমাধ্যম হিসাবে যুগান্তরের অনেক সুনাম রয়েছে

গণমাধ্যম সব সময়ই সমাজ দেশ কিংবা রাষ্ট্রের জন্যই কাজ করে। আমাদের জীবন মান আসলে কেমন, দেশ ও সমাজের বিভিন্ন দিকসহ নানা বিষয় আমরা গণমাধ্যমের মাধ্যমে জানি বা পেয়ে থাকি। 

শিল্প সংস্কৃতির বিষয়টির কথা বললে গণমাধ্যম সব সময় পরিপূরক হিসাবে কাজ করে। আমি একজন অভিনয়শিল্পী। আমার কাজ অভিনয় করা, নাটক নিদের্শনা দেওয়া। আমাদের কাজগুলো কোনো না কোনো মাধ্যম মানুষের কাছে পৌঁছে দেয়। 
গণমাধ্যম হিসাবে যুগান্তরের অনেক সুনাম রয়েছে। এ পত্রিকা দুই যুগে পা দিল। এ শুভলগ্নে যুগান্তরের জন্য রইল আমার শুভেচ্ছা ও শুভকামনা। আরও অনেক দূর এগিয়ে যাক যুগান্তর।

-তারিক আনাম খান, অভিনেতা ও নির্মাতা

তারিক আনাম খান অভিনয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম