Logo
Logo
×

২ যুগে যুগান্তর

সংবাদ প্রকাশে যুগান্তরের সাহসী ভূমিকা অব্যাহত থাকুক: এমপি হারুন

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৪ পিএম

সংবাদ প্রকাশে যুগান্তরের সাহসী ভূমিকা অব্যাহত থাকুক: এমপি হারুন

কুমিল্লার মুরাদনগরের সংসদ সদস্য (এমপি) ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেছেন, সংবাদ প্রকাশে দৈনিক যুগান্তরের সাহসী ভূমিকা আশা করছি আগামীতেও অব্যাহত থাকবে। যুগান্তর পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সব শ্রেণির পাঠকসহ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাছাড়া পত্রিকাটি শুরু থেকে জাতীয় সংবাদের পাশাপাশি মফস্বলের সংবাদকে গুরুত্ব দেওয়ার কারণে এখন এ পত্রিকাটি একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম মফস্বলের মানুষের।

তিনি বলেন, যুগান্তর কখনো সংবাদ প্রকাশে আপস করে না। সংবাদ প্রকাশে সাদাকে সাদা আর কালোকে কালো বলেই যুগান্তরের এগিয়ে যাওয়া অব্যাহত আছে। যুগান্তর এখন জাতির আকাঙ্ক্ষার প্রতীক। জনসাধারণ মনে করে যুগান্তরে সত্য সংবাদ প্রকাশিত হয়। তাই যুগান্তরের এগিয়ে চলার ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।

সোমবার দুপুরে যুগান্তরের কুমিল্লা ব্যুরো আবুল খায়েরের সভাপতিত্বে ও মুরাদনগর প্রতিনিধি সুমন সরকারের সঞ্চালনায় মুরাদনগর উপজেলার কবি কাজী নজরুল মিলনায়তনে দৈনিক যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনি কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার।

আলোচনা সভা শেষে কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

পরে এ উপলক্ষে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএর নেতৃত্বে র্যা লি বের করা হয়। র্যা লিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার, আরিফুল ইসলাম শাহেদ, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, ভিপি জাকির হোসেন, ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহম্মেদ, তৈয়বুর রহমান তুহিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, তৃষ্ণা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ খান, ইউপি সদস্য মো. কাউসার, মোহাম্মদ আলী শাহআলম, মুরাদনগর প্রাথমিক শিক্ষক সমিতির মিডিয়া বিষয়ক সম্পাদক মো. শাহীন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন- দৈনিক সমকালের মুরাদনগর প্রতিনিধি বেলাল উদ্দিন আহাম্মদ, ইনকিলাবের মুরাদনগর প্রতিনিধি মনির খান, মানবকণ্ঠের মুরাদনগর প্রতিনিধি মাহবুব আলম আরিফ, সরেজমিন বার্তার কুমিল্লা ব্যুরো শারফিন শাহ, মাতৃভূমির খবরের কুমিল্লা ব্যুরো আহসান হাবীব শামীম, ভোরের চেতনার মুরাদনগর প্রতিনিধি দুলাল আহম্মেদ, বাংলাদেশ সমাচারের মুরাদনগর প্রতিনিধি শাখাওয়াত হোসেন তুহিন, আজকালের কণ্ঠ মুরাদনগর প্রতিনিধি খোরশেদ আলম, আরটিভির ক্যামেরা পার্সন সুমন আহম্মেদ, আজকের সংবাদ মুরাদনগর প্রতিনিধি শামীমুল ইসলাম প্রমুখ।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম