ধামরাইয়ে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে যত আয়োজন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে দৈনিক যুগান্তর পত্রিকার দুই যুগে পদার্পণ, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান ও যুগান্তর পত্রিকার স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ পাউন্ড ওজনের কেক ও গরু জবাই করে বিরিয়ানি দিয়ে ভূরিভোজ করিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার দুই যুগে পদার্পণ উদযাপন ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক, রাজনৈতিক নেতা, সাধারণ জনতা ও যুগান্তরের শুভানুধ্যায়ীরা এতে অংশগ্রহণ করেন।
সোমবার বিকাল ৪টায় উপজেলার বালিয়া ইউনিয়নের সূত্রাপুরে মেসার্স তানজিল ট্রেডার্সে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে দোয়া পরিচালনা করেন শরীফের পির মোহাম্মদ শহর আলী।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই প্রতিনিধি ও ধামরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শামীম খান।
বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন আমতা ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আরিফ হোসেন আরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আল-আমিন হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন- মোহনা টেলিভিশনের ধামরাই প্রতিনিধি মেহেদী ইমাম জান কায়সার, দৈনিক যুগান্তর পত্রিকার সাটুরিয়া প্রতিনিধি মো. সাজাহান সরকার, আমতা হরলাল উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক ও সাংবাদিক মো. ওয়াসীম রাজা, সাংবাদিক মো. খোকন রেজা, বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. এমারত হোসেন, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আবুল হাসেম বকুল, কৃষক লীগের সভাপতি মো. আলাউদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ধলু, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আজগর আলী ও মাদারপুর ব্রিকসের মালিক নুরুল ইসলাম কোম্পানি।
এ সময় উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা প্রেস ক্লাবের দপ্তর ও সাংগঠনিক সম্পাদক ইমরান খান, দৈনিক জনকন্ঠ পত্রিকার ধামরাই সংবাদদাতা ও ধামরাই উপজেলা প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সোহেল রানা প্রমুখ।
