Logo
Logo
×

২ যুগে যুগান্তর

যুগান্তর দুই যুগে পদার্পণ, বন্দরে আলোচনা সভা, দোয়া মাহফিল

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৭ এএম

যুগান্তর দুই যুগে পদার্পণ, বন্দরে আলোচনা সভা, দোয়া মাহফিল

আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বন্দরে পালিত হয়েছে দৈনিক যুগান্তর প্রতিষ্ঠার ২ যুগে পদার্পণ উৎসব। সোমবার বন্দর প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তর-স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা।

কবি কবির সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শহীদুল্লাহ মাস্টার, বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, মোবারক হোসেন খান কমল, জিএম মাসুদ, কবির হোসেন, শাহজামাল, কবি মিজান মিল্কী, সরদার মো. আলীম, জিএম সুমন, অ্যাডভোকেট আল আমিন, মেহেবুব মিয়া প্রমুখ।

নারায়ণগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম