কালিহাতীতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের কালিহাতীতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় কালিহাতী প্রেস ক্লাবে যুগান্তর কালিহাতী উপজেলা প্রতিনিধি তারেক আহমেদের আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, র্যালি ও কেক কেটে আনন্দ ভাগ করে নেন যুগান্তরের পাঠক, সাংবাদিকসহ অতিথিরা।
কালিহাতী প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহ আলমের সভাপতিত্বে মানবকণ্ঠ কালিহাতী প্রতিনিধি মোল্লা মুশফিকুর মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কালিহাতী থানার এসআই মাহবুব, কালিহাতী উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মতিন, কালিহাতী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক মনির হোসেন, দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনসুর হেলাল, সাহিত্য সম্পাদক আনিসুর রহমান শেলী, ক্রীড়া সম্পাদক নুরুন্নবী রবীন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও জাতির দায়িত্ব পালন করে সত্য ও নিষ্ঠার সঙ্গে সংবাদ প্রকাশে যুগান্তর মানুষের হৃদয়ে আসীন হয়েছে। দুই যুগে পদার্পণ করেছে দেশের স্বনামধন্য পত্রিকা দৈনিক যুগান্তর। অলিগলি থেকে শহরের কোনায় কোনায় ঘটে যাওয়া ঘটনা, অনিয়ম, দুর্নীতি তুলে ধরতেও পিছপা হয়নি যুগান্তর। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
অনুষ্ঠান শেষে মোনাজাতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করা হয়।
