বর্ণিল আয়োজনে নরসিংদীতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদী প্রেস ক্লাবে বর্ণিল আয়োজনে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর শাহ।
নরসিংদী যুগান্তর সজন সমাবেশ সভাপতি আসাদুজ্জামান খোকনের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের নরসিংদী জেলা প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য আব্দুল হান্নান ভূঁইয়া, যুগান্তর স্বজন সমাবেশ, নরসিংদীর সহ-সভাপতি ছগির আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যুগান্তরের রায়পুরা প্রতিনিধি প্রণয় ভৌমিক, মনোহরদী প্রতিনিধি হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়া, সদস্য জিয়াউর রহমান, নূরে আলম, অ্যাডভোকেট মো. আরিফুল ইসলাম, অ্যাডভোকেট উম্মে কুলসুম সাথী, দুর্জয় দাস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যুগান্তর পত্রিকা নরসিংদীসহ সারা দেশে ব্যাপকভাবে পাঠক নন্দিত হয়েছে। সত্য ও ন্যায়কে বিবেচনায় রেখে যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছে আসছে। দীর্ঘ সময়ের পথপরিক্রমায় দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের নানা খবরে যুগান্তর তার পাঠকদের মন জয় করে নিয়েছে।
পরে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল হয়। পরে কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
