Logo
Logo
×

২ যুগে যুগান্তর

‘পাঠক প্রিয়তার শীর্ষে যুগান্তর’

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৮ পিএম

‘পাঠক প্রিয়তার শীর্ষে যুগান্তর’

বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম ছিলেন একজন চৌকস, বুদ্ধিমত্তার অধিকারী। তিনি আমার ছোট হলেও আমার বন্ধু ছিলেন, তিনি যে কাজে হাত দিয়েছেন সে কাজেই সফল হয়েছেন। তিনি দেশকে অনেক কিছু দিয়ে গিয়েছেন। আরও যদি বেঁচে থাকতেন দেশকে অনেক কিছু দিতে পারতেন।

তিনি আরও বলেন, তার সৃষ্টি দৈনিক যুগান্তর সত্য ও নিরপেক্ষতার ওপর ভর করে পাঠক প্রিয়তার শীর্ষে অবস্থান করছে। একাগ্রতা, সততা ও লক্ষ্যে পৌঁছার ইচ্ছা থাকলে যে সব কিছু করা সম্ভব তার উৎকৃষ্ট উদাহরণ দৈনিক যুগান্তরসহ তার সব শিল্পপ্রতিষ্ঠান সৃষ্টি।

সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে দৈনিক যুগান্তরের ২ যুগে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মহিউদ্দিন এসব কথা বলেন।

মুন্সীগঞ্জ জেলা স্বজন সমাবেশ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্ডার খায়রুল হাসান। দৈনিক মুন্সীগঞ্জ খবরের সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা।

জেলা স্বজন সমাবেশের সভাপতি অ্যাডভোকেট শ ম হাবীবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী সোনিয়া হাবিব লাবনীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আরিফ উল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমান উল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল বিন সামাদ শুভ্র, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান সুমন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আলম স্বপন, জাহাঙ্গীর আলম ঢালী, নাট্য ব্যক্তিত্ব হুমায়ুন ফরিদ, সাংবাদিক সাইফুর রহমান টিটু, অ্যাডভোকেট আরফান সরকার খোকন, গোবিন্দ চন্দ্র মণ্ডল, হিরন কিরন থিয়েটারের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শামিম প্রমুখ।

সঙ্গীত পরিবেশন করেন সৌম্য, আক্তারুজ্জামান আবুল, শাহীন মোহাম্মদ আমান উল্লাহ, জহিরুল ইসলাম, পাপিয়া আক্তার নিলু, কামরুল ইসলাম ও শাহ আলম। তবলায় সংগত করেন গোবিন্দ চন্দ্র মণ্ডল ও অসিত চক্রবর্তী।

এছাড়াও অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

মুন্সীগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম