যুগান্তর জনগণের মুখপত্র
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ মল্লিক বলেন, যুগান্তর জনগণের মুখপত্র। এ পত্রিকার মাধ্যমে গ্রামবাংলার গণমানুষের বাস্তবচিত্র এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হয়। পত্রিকাটির এই শুভযাত্রা অব্যাহত থাকুক।
যুগান্তর দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার বিকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে যুগান্তর দুই যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যুগান্তরের গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেন সভাপতিত্ব করেন। প্রেস ক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় আলোচক ছিলেন প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।
দুই যুগে যুগান্তর স্লোগানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, যুগান্তরের মধুপুর-ধনবাড়ী প্রতিনিধি ও মধুপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম শহীদ প্রমুখ।
বক্তারা বলেন, সত্যের সন্ধানে নির্ভীক প্রতিপাদ্যের যুগান্তর গত দুই যুগ ধরেই গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছে। যুগান্তর কখনো অন্যায়ের সঙ্গে আপস ও মাথানত করে না। সত্য প্রকাশে যুগান্তরের এমন আপসহীন ভূমিকাই পাঠকের কাম্য। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সপক্ষের মুখপত্র হিসেবে ভূমিকা রাখছে যুগান্তর। দেশের দুর্যোগ, দুর্ভোগ ও ক্রান্তিকালেও যুগান্তরের ভূমিকা অপরিসীম।
এ সময় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
