গৌরীপুরে স্বজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ, নুরুল ইসলামকে স্মরণ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার দৈনিক যুগান্তরের ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, দৈনিক যুগান্তর এখন পাঠকের মূল আকর্ষণে পরিণত হয়েছে। পত্রিকাটির প্রতি সাধারণ মানুষের আস্থা ও নির্ভরতা বেড়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, স্বজনের মানবিক কার্যক্রমের ন্যায় সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সবার অংশগ্রহণ নিশ্চিত হলে দেশ এগিয়ে যাবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, দৈনিক যুগান্তর আজ ২ যুগে পা রেখেছে, শতযুগেও কলমশক্তি ক্ষুরধার আরও শাণিত হবে আশা করি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউএনও ফৌজিয়া নাজনীন, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সহ-সভাপতি ডা. একেএম মাহফুজুল হক, রমজান আলী মুক্তি, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, এমএ সালাম অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুস সালাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন সুলতানা লাকী, নার্গিস আক্তার, মিজানুর রহমান, নূরুন্নাহার বেগম, ফারজানা আক্তার, তানজিলা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ও ৩৭ জন দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
