Logo
Logo
×

২ যুগে যুগান্তর

চান্দিনায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন এমপি প্রাণ গোপাল

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৫ পিএম

চান্দিনায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন এমপি প্রাণ গোপাল

কুমিল্লার চান্দিনায় দেশের বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কেটে যুগান্তরের দুই যুগে পদার্পণ উদযাপন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন কুমিল্লা-৭ আসনের এমপি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান, থানার ওসি মো. সাহাবুদ্দীন খান, সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, শাহ সেলিম প্রধান চেয়ারম্যান, ব্যবসায়ী শামীম হোসেন।

চান্দিনা উপজেলার দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আব্দুল বাতেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রিপন আহমেদ ভূঁইয়া, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, কালের কণ্ঠ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, সংবাদ প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি জাকির হোসেন, করতোয়া প্রতিনিধি ওসমান গণি, মানবজমিন প্রতিনিধি তুহিন ভূঁইয়া, আজকের পত্রিকা প্রতিনিধি শরীফুল ইসলাম, ব্যবসায়ী জাকির হোসেন প্রমুখ।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম