যুগান্তর ২ যুগে: পটুয়াখালীতে কেককাটা, আলোচনাসভা
যুগান্তর প্রতিবেদন ও পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতিচারণের মধ্য দিয়ে পটুয়াখালীতে যুগান্তরের দুই যুগপূর্তি উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে পটুয়াখালী প্রেসক্লাবে কেক কেটে আলোচনাসভার মধ্য দিয়ে এর উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়।
অনুষ্ঠানের শুরুতে নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে নীরবতা পালন শেষে বক্তারা বলেন, মিডিয়াব্যক্তিত্ব জগতে নুরুল ইসলামের পদচারণা ছিল অবিস্মরণীয় এবং অপ্রতিরোধ্য। নানামুখী সমস্যা-সম্ভাবনা ও মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে যুগান্তর কখনো পিছু হটেনি। তার খণ্ড জীবন চিত্রে লাখো বাঙালির কর্মসংস্থান করে গেছেন তিনি।
পটুয়াখালী স্টাফ রিপোর্টার বিলাস দাসের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আহমাদ মাঈনুল হাসান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সুলতান আহম্মেদ মৃধা এবং যুগান্তরের বরিশাল ব্যুরো চিফ আকতার ফারুক শাহিন।
এ ছাড়া এতে বক্তব্য রাখেন— সাবেক সভাপতি যুগান্তরের জেলা প্রতিনিধি মো. জাফর খান, মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাসও কাজল বরণ দাস, সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স, স্টাফ রিপোর্টার বিলাস দাস প্রমুখ। এ ছাড়া পটুয়াখালী প্রেসক্লাবের সব সদস্য এবং সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।
