দুই যুগে যুগান্তর: গৌরীপুরে বর্ণিল উৎসব
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
দুই যুগে যুগান্তর উপলক্ষে বর্ণিল জন্মোৎসবে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শুরুতেই দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অর্পিতা সরকার অর্পি, তাসফিয়া জামান রায়মা, তায়্যিবা জামান রাইনা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, নিপীড়িত-নির্যাতিত মানুষের কাগজ এখন দৈনিক যুগান্তর। দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন করে ইতোমধ্যে দেশের মানুষের মন জয় করেছে এই পত্রিকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা স্বজন মো. শফিকুল ইসলাম মিন্টু, স্বজন সমাবেশের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক আহসানুল হক, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজনের সহসভাপতি মো. আব্দুল মালেক, রমজান আলী মুক্তি, আব্দুল মান্নান, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, গৌরীপুর রিপোর্টর্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইয়াহিয়া, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শিউলী চৌধুরী, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান বুরহান, মোখলেছুর রহমান, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, উপজেলা স্বজনের সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, কবি অনামিকা সরকার, ক্রীড়া সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, ব্যবসায়ী চন্দন এস, হারুন মিয়া, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ।
