Logo
Logo
×

২ যুগে যুগান্তর

দুর্গাপুরে নুরুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২১ এএম

দুর্গাপুরে নুরুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল

যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে প্রথম দিনে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলা সমাবেশের উদ্যোগে পৌরশহরের বাইতুস সালাম জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইসলামপুর এতিমখানা মাদ্রাসার খতিব হাফেজ মাওলানা মোস্তফা। এরপর সন্ধ্যায় দুর্গাপুর প্রেস ক্লাব মিলনায়তনে স্বজন সমাবেশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- যুগান্তর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বজন সমাবেশের সদস্য প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, ধ্রুব সরকার, সুমন রায়, ওয়ালী হাসান কলি প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে যুগান্তর পত্রিকা গণমানুষের পত্রিকা হিসেবে পরিচিতি পেয়েছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের পত্রিকা হিসেবে যুগান্তরের লেখা ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের নির্দেশনায় তিল তিল করে যুগান্তর পাঠকের মনে স্থান করে নিয়েছে। 

উল্লেখ্য. শনিবার ১১ ফেব্রুয়ারি বেলা ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও সর্বস্তরের অংশগ্রহণে আলোচনা সভা হবে। রোববার বেলা ১১টায় এতিম ও গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হবে।

নেত্রকোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম