Logo
Logo
×

২ যুগে যুগান্তর

ধোবাউড়ায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৩ এএম

ধোবাউড়ায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ময়মনসিংহের ধোবাউড়ায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে ধোবাউড়া প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুগান্তর স্বজন সমাবেশ ধোবাউড়া শাখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধোবাউড়া প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও যুগান্তর স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা শওকত ওসমান, ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন, যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক প্রভাষক এবি সিদ্দিক।

বক্তারা বলেন, যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের আস্থা অর্জনের পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক স্বজন সহ-সভাপতি সলিল দত্ত, সুভাষ চন্দ্র, পুলক দাস, কলসিন্দুর কলেজের প্রভাষক আবু হাসান, জাতীয় পার্টির সভাপতি সুলতান মামুন রতন, পোড়াকান্দুলিয়া কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম।

সভা সঞ্চালনা করেন যুগান্তরের সাংবাদিক আবুল হাশেম। সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন ফজলুল হক, শাহীনুজ্জামান প্রিন্স, শামসুল হক মৃধা, ইস্রাফিল হোসাইন পাপ্পু, আমিনুল ইসলাম, মজিবর রহমান, আজহারুল ইসলাম, কামরুল হাসান রবি, আল আমিন, আনিসুর রহমান, আকিকুল ইসলাম প্রমুখ।

ময়মনসিংহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম