Logo
Logo
×

২ যুগে যুগান্তর

যুগান্তরের দুই যুগে পদার্পণ, কালীগঞ্জে আলোচনা সভা র‌্যালি

Icon

কালীগঞ্জ ও কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৭ এএম

যুগান্তরের দুই যুগে পদার্পণ, কালীগঞ্জে আলোচনা সভা র‌্যালি

দৈনিক যুগান্তরের ২৩ বছর পূর্তি ও দুই যুগে পদার্পণ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শহীদ ময়েজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ ও কাপাসিয়ার যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের অর্থ-বিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবু বকর চৌধুরীর সভাপতিত্বে ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুল গাফফার ও খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, কালীগঞ্জ পৌরসভার মেয়র এসএম রবীন হোসেন, ইউপি চেয়ারম্যান মো. গাজী সারোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল ইসলাম সেলিম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, ইউপি চেয়ারম্যান অলিউল ইসলাম অলি।

এ সময় উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ আব্দুল কাদের নেওয়াজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, ফারুক খান, স্বপ্ন ছায়া রিসোর্টের মালিক হাবিব জামান অরুণ, সমকালের  প্রতিনিধি আহাম্মদ আলী, স্থানীয় প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা এবং যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম, যুগান্তরের সম্পাদক সাইফুল আলমসহ যুগান্তর পরিবারের সবার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম