যুগান্তরের জন্মোৎসবে গৌরীপুরে কেক কাটলেন তৃতীয় লিঙ্গের মানুষ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল জন্মোৎসবে তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা কেক কাটেন।
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার দৈনিক যুগান্তরের ২৪ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবের শুরুতেই দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। তিনি বলেন, এ সমাজে আজকে তৃতীয় লিঙ্গের মানুষরা অবহেলিত। তাদের নিয়ে এ আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।
বিশেষ অতিথির বক্তব্যে হিজড়াদের সংগঠনের সভাপতি প্রিয়া রানী সরকার বলেন, ট্রেনে-বাসে আমাদের লোকজন উৎপীড়ন বা জ্বালাতন করে, এটা আমরাও চাই না। আমরা কোথাও কাজ পাচ্ছি না, ওদের কর্মসংস্থান দিতে পারছি না। আপনারা ওদের জন্য কাজ দিন, সমাজ বা রাষ্ট্রের চলমান উন্নয়নের চাকার সঙ্গে আমাদেরও যুক্ত করুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, হিজড়দের সংগঠনের সভাপতি প্রিয়া রানী সরকার, রানী, গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, উপজেলা স্বজনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, পৌর স্বজনের সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, ব্যবসায়ী চন্দন এস, হারুন মিয়া, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী প্রিয়া রাণী সরকার, তানিয়া, বৃষ্টি, কাজল, পিংকী, রানী, রিয়া, আয়না, জবাদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
